কুষ্টিয়ায় ২৬৪ পিচ ইয়াবাসহ সোনা আটক 364 0
কুষ্টিয়ায় ২৬৪ পিচ ইয়াবাসহ সোনা আটক
কুষ্টিয়ার ভেড়ামারায় ২৬৪ পিস ইয়াবাসহ সোনাউল্লাহ সোনা নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২।
শুক্রবার দুপুরে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি আভিযানিক দল ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউপির ষোলদাগ উত্তরপাড়াস্থ রাজুরমোড় নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সোনাউল্লাহ সোনা ভেড়ামারা উপজেলার ষোলদাগ সোনারমোড়
মৃতঃ রুস্তম আলীর ছেলে ও প্রভাবশালী ঠিকাদার আব্দুল হান্নানের ভাই।
পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীর বিরুদ্ধে ভেড়ামারা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়।